Life Style News

5 months ago

laughter-induced syncope: দমফাটা হাসির চোটে অজ্ঞান! ঠিক কী হয়েছিল হায়দ্রাবাদের প্রৌঢ়র?

Smiling
Smiling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জটিল জীবনে ভাল থাকার অন্যতম পাসওয়ার্ড হল হাসা। মন খুলে হাসা। সেই হাসি হাসতে গিয়েই কিনা বিপত্তি। হাসতে হাসতে জ্ঞান হারালেন হায়দরাবাদের এক প্রৌঢ়।

বছর ৫৩ -এর ভদ্রলোক সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে পরিবারের সঙ্গে বসে কমেডি শো দেখছিলেন। সে সময় হাসতে হাসতেই অট্টহাসিতে ফেটে পড়ে আচমকাই জ্ঞান হারিয়ে গড়িয়ে পড়লেন সোফা থেকে। হাত থেকে পড়ে ভেঙে গেল চায়ের কাপ। শরীরের এক দিক প্রায় নিস্তেজ হয়ে গিয়েছে। মুখের একটি দিক বেঁকে গিয়েছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্নায়ুরোগ চিকিৎসক সুধীর কুমার তাঁর এক্স হ্যান্ডেলে ঘটোনাটি পোস্ট করে জানিয়েছেন বিরল এই রোগের নাম ‘লাফটার ইনডিউসড সিনকোপ’। জোরে আওয়াজ করে হাসির ফলে মানুষের রক্তচাপ দ্রুত ওঠানামা করে। হাসতে হাসতে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে হৃদ্‌যন্ত্রের সমস্যা থেকেই অজ্ঞান হওয়া।

You might also like!