Life Style News

2 years ago

Hair Tips:মাথায় চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে 'জবাফুল' অনন্য

jabaful
jabaful

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   এখন বাজারে চুল পরিচর্যার যে সমস্ত তেল পাওয়া যায়,তার বেশিরভাগ জবাফুল বেসড। কিন্তু সেই তেলে এমন কিছু কেমিক্যাল থাকে যা চুলে দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো। তাই 'জবা-তেল' ঘরে বানিয়ে ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে। 

উপকরণ -

* ১০ টা জবাফুল।

* ১০ টা জবাফুল গাছের পাতা।

* ১০০/১৫০ গ্রাম নারকেল তেল।

প্রণালী - 

  প্রথমে জবাফুল ও পাতা ভালোকরে ধুয়ে গ্রাইন্ডারে পেষ্ট করে নিন। এবার ওই নারকেল তেল পাত্রে নিয়ে আগুনে বসান।তেল ফুটলে জবার পেষ্ট দিয়ে আগুন কমিয়ে ঢেকে দিন। ৬/৭ মিনিট ফোটার পরে আগুন বন্ধ করে ঘন্টা দুই ওভাবেই রেখে দিন।

  তারপর ওই তেল ন্যাকড়া দিয়ে ছেকে শিশিতে ভরে রাখুন। 

ব্যবহার - 

প্রতিদিন স্নান করার অন্তত ৩০ মিনিট আগে মাথায় তেল দিয়ে তালুতে ভালো করে ম্যাসাজ করুন। ৩০/৩৫ মিনিট পরে স্নান করে নিন। ১ মাস ব্যবহার করলে নিজেই এই তেলের উপকারিকতা বুঝতে পারবেন।

You might also like!