Life Style News

3 days ago

Natural Cockroach Repellent:বাড়ি ভর্তি আরশোলা? কোনও স্প্রে কিনতে হবে না,উপাদান ঘরে রাখলে আর ধারে কাছে ঘেঁষবে না এই পোকা

Natural Cockroach Repellent
Natural Cockroach Repellent

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা আরশোলার থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না? অন্ধকার হলেই আনাগোনা বাড়ে এই ছোট্ট পোকাটির। দেখলেই গা ঘিনিয়ে ওঠে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন এই পোকার থেকে? আসুন জেনে নেওয়া যাক,

বেকিং সোডা কাজ করবে- আরশোলা থেকে মুক্তি পেতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। যে সব জায়গায় আরশোলা থাকতে পারে সেখানে বেকিং সোডা ছিটিয়ে দিন। কিছুক্ষণ পরেই বেরিয়ে আসবে এবং মারা যেতে শুরু করবে। বেকিং সোডা জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে তারপর এই জল আরশোলার উপর ছিটিয়েও দেওয়া যেতে পারে।

তেজপাতা- ঘরের আনাচে কানাচে তেজপাতা রেখে দিন। তেজপাতার গন্ধে নিমেষে পালিয়ে যাবে আরশোলা।

নিম- নিম তেল, নিম পাতা বা নিম পাউডার ব্যবহার করা যেতে পারে। জলে নিম তেল দিন এবং এই জল একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার এটি আরশোলার গায়ে স্প্রে করুন। এতে তাড়াতাড়ি এই পোকা থেকে নিস্তার পাওয়া যাবে।

পেঁয়াজ ও রসুন- পেঁয়াজ ও রসুন বাটার সঙ্গে গোলমরিচের গুঁড়া মিশিয়ে তাতে জল দিন। এই তরলটি আরশোলার গায়ে ছিটিয়ে দিলেই নিমেষের মধ্যে পালিয়ে যাবে আরশোলা।


You might also like!