kolkata

2 weeks ago

Om Prakash Charan:দক্ষিণ-পূর্ব রেলের নতুন জনসংযোগ আধিকারিক হলেন ওম প্রকাশ চরণ

Om Prakash Charan
Om Prakash Charan

 

কলকাতা: দক্ষিণ-পূর্ব রেলের নতুন জনসংযোগ আধিকারিক-এর দায়িত্ব গ্রহণ করলেন ওম প্রকাশ চরণ। ট্রেন পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা এবং বাণিজ্যিক বিষয় গুলিতেও দক্ষতা রয়েছে তার। এর আগে তিনি খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ছিলেন ওম প্রকাশ চরণ।

যোধপুরের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন ওম প্রকাশ চরণ। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার গভীর আগ্রহ রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক হিসাবে যোগদানের আগে দীর্ঘদিন তিনি রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন খড়্গপুর ও আদ্রার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হিসাবে। চক্রধরপুরের সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার হিসাবে দায়িত্ব সালমেছেন। টাটানগরের এরিয়া ম্যানেজার হিসাবেও কাজ করছেন তিনি।

You might also like!