kolkata

14 hours ago

Nabanna Abhijan: চাকরি বাতিলের জেরে নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের

Jobless call for Nabanna  Abhijan
Jobless call for Nabanna Abhijan

 

কলকাতা, ৫ এপ্রিল : চাকরি বাতিল নিয়ে নবান্ন অভিযানের ডাক বঞ্চিত চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চের। আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান করবেন তাঁরা। জানা গেছে, চাকরি প্রার্থীদের ১২-১৩ টি মঞ্চর তরফে সম্মিলিতভাবে ২১ এপ্রিল এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। চাকরিহারাদের তরফে এদিন এই ঘোষণা করা হয়। মঞ্চের নেতৃত্বের তরফে বলা হয়, কয়েকটি সংগঠন ইতিমধ্যে যোগাযোগ করেছে। আগামীতে তাঁরাও এই মঞ্চে সামিল হবে বলে আশাবাদী তাঁরা।

You might also like!