Country

20 hours ago

Amit Saha: আগামী চৈত্র নবরাত্রির মধ্যে লাল আতঙ্ক নির্মূল হয়ে যাবে : অমিত শাহ

Amit Saha
Amit Saha

 

দান্তেওয়াড়া :  আগামী চৈত্র নবরাত্রির মধ্যে লাল আতঙ্ক নির্মূল হয়ে যাবে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় আয়োজিত 'বস্তার পাণ্ডুম মহোৎসবে' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আজ চৈত্র নবরাত্রির অষ্টমী। আমি মাতা দান্তেশ্বরীর আশীর্বাদ নিয়ে এখানে এসেছি, প্রার্থনা করছি, আগামী চৈত্র নবরাত্রির মধ্যে এখান থেকে লাল আতঙ্ক (মাওবাদী হুমকি) নির্মূল হয়ে যাবে এবং আমাদের বস্তার সমৃদ্ধ হবে।"

মহাঅষ্টমী উপলক্ষ্যে দান্তেওয়াড়াতে মা দান্তেশ্বরী মন্দির পরিদর্শন করে আধ্যাত্মিক শান্তি অনুভব করার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য মা দান্তেশ্বরীর কাছে প্রার্থনা করেন। এদিনের অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও উপস্থিত ছিলেন।


You might also like!