Video

1 day ago

Patharchapri Mela 2025 | বীরভূমের পাথরচাপরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অনুব্রত মণ্ডল

 

উদ্বোধন হলো বীরভূমের পাথরচাপরি মেলার । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল , রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , জেলাশাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল কে দেখা গেলেও দেখা গেল না, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। যদিও কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায়চৌধুরী বলেন, " এটা ধর্মীয় অনুষ্ঠান তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার " প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছেই দীর্ঘদিন ধরে ।গতকালই হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক। কিন্তু বৈঠকে কাজল শেখ কে দেখা দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকে । বিরোধীদের দাবি দেওচা নিয়ে বৈঠকের ছুতোয় অনুব্রত মণ্ডল যোগ দেননি কোর কমিটির বৈঠকে।

You might also like!