কলকাতা, ৪ এপ্রিল : ভিডিয়ো দাখিল করে মুখ্যমন্ত্রীর এলাকায় গেরুয়া পতাকার অবমাননার অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু লিখেছেন, “ভয় পেয়েছে মমতা! এই ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের। রাস্তার দু'পাশে শ্রী রাম নবমী উপলক্ষ্যে লাগানো হিন্দুদের পবিত্র গেরুয়া ধ্বজ, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ছবি অঙ্কিত রয়েছে, সেগুলি খুলে ময়লার গাড়িতে ফেলা হচ্ছে। আসলে এবারের শ্রী রাম নবমী উদযাপন নিয়ে বেশ চিন্তায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে পথে নামার দৃশ্য ওনার ঘুম উড়িয়ে দিয়েছে। তাই এই সব নোংরামি করে উনি প্রতিরোধ করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রকাশ্য সভায় হিন্দু বিরোধী কথা বলেন সেখানে এই কাজ তো ওনার কাছে কোনো ব্যপারই নয়। তবে সব কিছুরই শেষ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ও এই ঔদ্ধত্য শেষ হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক হিন্দু আপনাকে, হিন্দুদের প্রতিনিয়ত করা অপমানের জবাব কড়ায় গন্ডায় ফিরিয়ে দেবেন।”