Country

20 hours ago

President Visit of India to Portugal and Slovakia : ৭ এপ্রিল দুই দেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, যাবেন পর্তুগাল ও স্লোভাকিয়া

State Visit of the President of India to Portugal and Slovakia
State Visit of the President of India to Portugal and Slovakia

 

নয়াদিল্লি, ৬ এপ্রিল : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭ এপ্রিল, সোমবার দুই দেশ সফরে যাচ্ছেন। পর্তুগাল ও স্লোভাকিয়ায় ৪-দিনের সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পর্তুগাল সফরের সময় রাষ্ট্রপতি মুর্মু তাঁর প্রতিপক্ষ মার্সেলো রেবেলো ডি সুসার সঙ্গে সাক্ষাত এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এবং জাতীয় পরিষদের সভাপতি জোসে পেদ্রো আগুয়ার-ব্র্যাঙ্কোর সঙ্গেও দেখা করবেন।

পর্তুগাল সফরের পর, রাষ্ট্রপতি মুর্মু ৯ থেকে ১০ এপ্রিল স্লোভাকিয়া সফরে যাবেন। এই সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি স্লোভাক প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের স্পিকার রিচার্ড রাসির সঙ্গেও দেখা করবেন। বিগত ২৯ বছরের মধ্যে এটি হতে চলছে ভারতের রাষ্ট্রপতির স্লোভাকিয়া সফর।

You might also like!