কলম্বো ও নয়াদিল্লি : ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে শতাব্দী প্রাচীন আধ্যাত্মিক ও ঘনিষ্ঠ সম্পর্ক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৯৬০ সালে গুজরাটের আরাবল্লীতে পাওয়া ভগবান বুদ্ধের ধ্বংসাবশেষ দর্শনের জন্য শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। ভারত ত্রিঙ্কোমালিতে তিরুকোনেশ্বরম মন্দিরের সংস্কারে সহযোগিতা করবে।"
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "মৎস্যজীবীদের জীবন-জীবিকার বিষয় নিয়েও আলোচনা করেছি। আমরা একমত যে, এই বিষয়ে আমাদের অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা অবিলম্বে মৎস্যজীবীদের মুক্তি ও তাদের নৌকা ফেরত পাঠানোর ওপর জোর দিয়েছি। ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক পারস্পরিক আস্থা ও সদিচ্ছার উপর ভিত্তি করে।"