Travel

1 day ago

Bhalukhop: কালিংপং এর অদূরেই 'ভালুখোপ' - মন ভোলানো প্রকৃতি! রইল বিস্তারিত তথ্য

Bhalukhop, Kalimpong
Bhalukhop, Kalimpong

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বসন্ত শেষ হতে চলেছে। এবার তীব্র গরমের দাবদাহ। ঠিক এই সময় আপনার নিশ্চই পাহাড়ে যাওয়ার ইচ্ছা। বেশ নির্জনে মুগ্ধ করা প্রকৃতির জগতে পরিবার নিয়ে কয়েকদিনের ছুটি কাটানো। এবার আপনার ডেস্টিনেশন হোক 'ভালুখোপ'। নাম 'ভালুখোপ'  হলেও এখানে কিন্তু ভাল্লুক নেই। সব থেকে বড় ব্যাপার হল এই এলাকায় দার্জিলিং এর মত ভিড় হয় না। বেশ শান্ত পরিবেশ। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর সামনেই রয়েছে তিস্তা নদী। অন্যদিকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ দেখতে পাবেন আপনারা। এই গ্রামের চারদিকে রয়েছে সবুজ পাইন বন। এছাড়াও বৌদ্ধ গুম্ফা রয়েছে এখানে। এই গ্রামটি কালিম্পংয়ের খুব কাছেই অবস্থিত। ছোট্ট এই পাহাড়ি গ্রামটি পাহাড়ের কোলে ৫৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই অঞ্চলে প্রকৃতি নানা রঙের ডালি নিয়ে আপনার চোখের সামনে ঘুরে বেড়াবে। 

ঋতু অনুযায়ী বদলে যায় এখানকার রূপ। ডেলো পাহাড়, সিলারিগাও, ইচ্ছেগাও, ক্যাকটাস গার্ডেন, দূরপীন মনাস্ট্রিও খুব কাছে এই গ্রাম থেকে। ফলে আপনারা মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবেণ। যে   হোমস্টেতে আপনি থাকবেন,তারাই ন্যায্যমূল্যে গাড়ি ঠিক করে দেবে। এছাড়াও এই গ্রামে দেখা পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখিদের। এই গ্রামে গেলে আপনারা ঘুরে আসতে পারেন লাভা লোলেগাঁও, পেডং, ঋষিখোলা। এছাড়াও একটি ছোট ট্রেকিং রুট রয়েছে এখানে। তাই দ্বিধা না করে বেরিয়ে পড়ুন ভালুখোপের উদ্দেশ্যে। 


কীভাবে যাবেন? - শিলিগুড়ি বা জলপাইগুড়ি আপনি পৌঁছে যান। তারপর আর চিন্তা নেই। ভালুখোপ শিলিগুড়ি থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ি শহর থেকে গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি পৌঁছাতে পারেন এই গ্রামে। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থেকেও গাড়ি ভাড়া করে আপনারা এখানে আসতে পারেন। 

কীভাবে থাকবেন? - এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোম স্টে। এক্কেবারে শান্ত পরিবেশ থেকে শুরু করে ঘরোয়া খাবারের স্বাদ, সব মিলিয়েই মুগ্ধ হবেন আপনিও। 

You might also like!