Travel

1 day ago

Tourist Attractions in Bangriposi: 'উড়িষ্যার বাংরিপোসি' - যেখানে নির্জনতা আপনার সাথী! রইল ভ্রমণ নির্দেশিকা

Bangriposi Town in Odisha
Bangriposi Town in Odisha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ কর্মতৎপরতার পরে মন যদি একটু নির্জনতা চায়, আনন্দ চায়,গ্রাম-পাহাড়-জঙ্গল চায়, তাহলে আপনার ডেস্টিনেশন হোক উড়িষ্যার বাংরিপোসি গ্রাম। উড়িষ্যা মানে কিন্তু শুধু 'পুরী' বা 'দারিংবাড়ি' নয়।উড়িষ্যায় আছে অসাধারণ কিছু গ্রাম। যে গ্রাম দেখলে আপনার মন একেবারে সুন্দর হয়ে যাবে। তাই আর দেরি না করে দু তিন দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন উড়িষ্যার এই ছোট্ট জায়গাটি থেকে। এই অসাধারণ জায়গাটিতে একবার যদি আপনি যান তাহলে আপনার মন বলবে বারবার সেখানে ছুটে চলে যাই। তবে আর দেরি কেন চটপট ল্যাগেজ প্যাক করে বেরিয়ে পড়ুন উড়িষ্যার বাংরিপোসি-র উদ্দেশ্য। 


কংক্রিটের জঙ্গল থেকে বন জঙ্গলের মধ্যে সময় কাটাতে ইচ্ছে করছে? তাদের জন্য একেবারে উপযুক্ত এই জায়গাটি হল উড়িষ্যার একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম বাংরিপোসি৷ চারিদিক জঙ্গলে ঘেরা বাংরিপোসি। আপনার জন্য একেবারে উপযুক্ত জায়গাটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত ডেসটিনেশন বাংরিপোসি। নভেম্বর থেকে একেবারে এপ্রিল পর্যন্ত প্রচুর পরিযায়ী পাখিদের আগমন হয় এই জায়গাটিতে। এছাড়াও আশেপাশের জায়গাটিতেও রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। তাই শুধুমাত্র এই গ্রামটিতে নয়, ঘুরে আসুন এর চারদিকে অবস্থিত নানান জায়গায়। রয়েছে একাধিক অসাধারণ জলপ্রপাত। ব্রাহ্মণীকুন্ড, সুলাইপাত তাদের মধ্যে অন্যতম। তবে এর মূল আকর্ষণ হলো বুড়িবালাম নদীর পার। বুড়িবালাম নদীর সঙ্গে ইতিহাসের একটি সম্পর্ক আছে। এই নদীর পারেই প্রথম শহীদ হয়েছিলেন বীর বিপ্লবী বাঘাযতীন। সম্প্রতি ওই অঞ্চলেই 'বিপ্লবী বাঘাযতী' সিনেমার শুটিং হতে চলেছে। 


আমরা সাধারণত একটা জায়গাকে কেন্দ্র করে একাধিক জায়গা ঘুরে নিই। তাই এখান থেকে ঘুরে আসতে পারেন ব্রাহ্মনীকুণ্ড। অসাধারণ একটি জায়গা তবে মাঝপথে প্রচুর আদিবাসী গ্রাম, ফটোগ্রাফি করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। ৩০ কিলোমিটার দূরত্বের এই অসাধারণ স্বচ্ছ জলের ব্রাহ্মণীকুন্ড, দেখতে অসাধারণ লাগবে। এছাড়াও দেখবেন কত মাছ খেলা করে বেড়াচ্ছে। এখান থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে একটি গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন নাদান জলাধার। দেখতে এটিও কিন্তু বেশ সুন্দর জায়গা। তাই সকালবেলা উঠে একটা গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন চারিদিক। এর পাশেই রয়েছে সিমলিপালের জঙ্গল।


∆ কীভাবে যাবেন?  কলকাতা-খড়্গপুর-লোধালি-ফেকো-গোপীবল্লভপুর-হাতিবাড়ি হয়ে বাংরিপোসি ২৩০ কিমি। বালেশ্বর থেকে ট্রেনেও যাওয়া যায়।


∆ থাকার জন্য ওখানে রয়েছে সুব্যবস্থা, বিভিন্ন রিসর্ট, হোটেলে অনায়াসে দিন কাটাতে পারবেন।

You might also like!