West Bengal

2 days ago

Bomb Seized at Birbhum: বীরভূমে ফের ড্রামে বোমা উদ্ধার, এবার লাভপুরে

Bomb Seized at Birbhum (Symbolic picture)
Bomb Seized at Birbhum (Symbolic picture)

 

বীরভূম, ২৮ মার্চ : শুক্রবার লাভপুর থানা এলাকায় নতুন করে বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ সূত্রের খবর, মোট দুই ড্রাম বোমা উদ্ধার করা হয়েছে। দুটি ড্রামে প্রায় ৩৫ থেকে ৩৭টি বোমা ছিল। এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্ণিত করার চেষ্টা চলছে। কেষ্টর গড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কিছু নয়। তবে ’২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে। এই নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষও করা হচ্ছে। গত ১৮ মার্চ বীরভূমের দুবরাজপুরে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার জামালপুর গ্রামে একটা ইটভাটার পাশে থাকা পুকুর পাড়ের ঝোপ থেকে এই বোমা উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু মূল দোষীরা চিহ্ণিত হয়নি।


You might also like!