কলকাতা, ৪ এপ্রিল : শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি এবং দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফে।
শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে৷