Country

1 day ago

Syed Shahnawaz Hussain: সব কিছু ভুলে একে অপরকে আলিঙ্গন করার দিন ঈদ,শাহনওয়াজ হুসেন

Syed Shahnawaz Hussain
Syed Shahnawaz Hussain

 

নয়াদিল্লি, ৩১ মার্চ : খুশির ঈদ উপলক্ষ্যে নামাজ পাঠ করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। সোমবার সকালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট মসজিদে নামাজ পাঠ করেছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। পরে তিনি বলেছেন, সব কিছু ভুলে একে অপরকে আলিঙ্গন করার দিন হল ঈদ। শাহনওয়াজ ঈদের শুভেচ্ছা বার্তায় বলেছেন, "ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। মানুষ সর্বত্র নামাজ পড়েছে। সব কিছু ভুলে একে অপরকে আলিঙ্গন করার দিন হল ঈদ। আমি প্রার্থনা করি, দেশে ঐক্য থাকুক এবং আমাদের দেশ এগিয়ে যাক।"


You might also like!