Country

1 day ago

PM Modi to Inaugurate Vande Bharat: কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত ছুটবে বন্দে ভারত, শুভ উদ্বোধন ১৯ এপ্রিল

PM Modi to Launch Katra-Srinagar Vande Bharat
PM Modi to Launch Katra-Srinagar Vande Bharat

 

অযোধ্যা, ১ এপ্রিল : কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, আগামী ১৯ এপ্রিল অত্যাধুনিক এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ এপ্রিল কাটরা থেকে কাশ্মীরগামী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন, যা ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগের সমাপ্তি উপলক্ষ্যে।

প্রধানমন্ত্রী মোদী ১৯ এপ্রিল উধমপুরে পৌঁছবেন। ওই দিন তিনি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু পরিদর্শন করবেন এবং তা উদ্বোধন করবেন। এরপর, তিনি কাটরা থেকে বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন। জম্মু স্টেশনে সংস্কারের কাজ চলার কারণে প্রাথমিকভাবে এই পরিষেবাটি কাটরা থেকে চালানো হবে। এই ট্রেনটি জম্মু এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, যা এই অঞ্চলের জন্য যোগাযোগ উন্নত করবে।

You might also like!