Country

1 week ago

Jammu & Kashmir: কাঠুয়ায় এখনও লুকিয়ে সন্ত্রাসীরা, চারিদিক ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী

Terrorists still hiding in Kathua, surrounded by security forces
Terrorists still hiding in Kathua, surrounded by security forces

 

জম্মু, ২৪ মার্চ : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও অব্যাহত রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর, রবিবার রাতে হিরানগরের সানিয়াল এলাকায় তল্লাশি অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাইজিং স্টার কর্পসের সৈন্যরা। রাত থেকে শুরু হওয়া এই অভিযান সোমবার সকালেও অব্যাহত রয়েছে। জঙ্গিদের খুঁজে পেতে ড্রোনেরও সাহায্য নেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় লুকিয়ে রয়েছেন তিন জঙ্গি, এই তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই। যদিও, সোমবার সকাল পর্যন্ত এই এনকাউন্টারে হতাহতের খবর পাওয়া যায়নি।

You might also like!