504x2কলকাতা, ২৭ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলগ কলেজের কর্মসূচিতে যোগ দিতে। সূত্রের খবর, এ কারণে সেখানে উৎসাহ তুঙ্গে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কর্মসূচির বিবরণ দেওয়া হয়েছে। কোনও প্রবেশ মূল্য নেই। তবে অক্সফোর্ডের ‘রেজিস্টার্ড আইডি’ থেকে নাম নথিভুক্ত করাতে হবে। তারও এমন হিড়িক পড়েছে যে, বুধবারের মধ্যে নথিভুক্তিকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। কেলগ কলেজের প্রেক্ষাগৃহে আর জায়গা নেই, এমনই শোনা গেল। বুধবার রাতে (স্থানীয় সময়) সৌরভ পৌঁছন লন্ডনে। বৃহস্পতিবার মমতার সঙ্গেই তিনি যাবেন কেলগ কলেজে। বৃহস্পতিবার বেলা ১১টা (স্থানীয় সময়) নাগাদ লন্ডন থেকে সড়কপথে মমতা রওনা দেবেন অক্সফোর্ডে। সৌরভ তাঁর সঙ্গেই যাবেন, না অন্য কোনও গাড়িতে, তা এখনও ঠিক হয়নি।
বাংলার মুখ্যমন্ত্রীর বেলা ১টা (স্থানীয় সময়) নাগাদ পৌঁছোনোর কথা। মূল অনুষ্ঠান কেলগ কলেজের প্রেক্ষাগৃহে বিকেল সাড়ে ৫টায়। মাঝখানে চার ঘণ্টার মতো সময় অক্সফোর্ডের বিভিন্ন মাইলফলক মমতাকে ঘুরিয়ে দেখাবেন কর্তৃপক্ষ। যার শেষটি হল গ্রন্থাগার। সেখানে মমতা-সহ মাত্র পাঁচ জনের প্রবেশাধিকার রয়েছে। গ্রন্থাগার থেকে সোজা কেলগ কলেজের মূল প্রেক্ষাগৃহে।