West Bengal

5 hours ago

Special Train Alert: গোবিন্দপুরী এবং আসানসোলের মধ্যে শ্রাবণী মেলার বিশেষ ট্রেন

Srabani Mela train schedule
Srabani Mela train schedule

 

কলকাতা, ১৫ জুলাই : যাত্রীদের ভিড় কমাতে রেল কর্তৃপক্ষ গোবিন্দপুরী এবং আসানসোলের মধ্যে শ্রাবণী মেলা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

মেলার সময় অতিরিক্ত যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনটি অতিরিক্ত ধারণক্ষমতা এবং নমনীয়তা প্রদান করবে। ০৪১৫৮ গোবিন্দপুরী – আসানসোল শ্রাবণী মেলা বিশেষ ১৪.০৭.২০২৫ থেকে ১১.০৮.২০২৫ (৫টি ট্রিপ) প্রতি সোমবার গোবিন্দপুরী থেকে ০৮:১৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৬:৩০ মিনিটে আসানসোলে পৌঁছাবে। ০৪১৫৭ আসানসোল – গোবিন্দপুরী শ্রাবণী মেলা বিশেষ ১৫.০৭.২০২৫ থেকে ১২.০৮.২০২৫ (৫টি ট্রিপ) প্রতি মঙ্গলবার আসানসোল থেকে ০৭:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৮:৪০ মিনিটে গোবিন্দপুরীতে পৌঁছাবে।

বিশেষ ট্রেনটি আসানসোল ডিভিশনের চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে শুধুমাত্র সাধারণ দ্বিতীয় শ্রেণীর ব্যবস্থা থাকবে।

You might also like!