Country

1 week ago

Devendra Fadnavis: কুণাল কামরাকে ক্ষমা চাইতে হবে, এসব বরদাস্ত নয়,দেবেন্দ্র ফড়নবিস

Devendra Fadnavis
Devendra Fadnavis

 

মুম্বই, ২৪ মার্চ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কটূক্তি জন্য বিপাকে কৌতুকশিল্পী কুণাল কামরা। এ বার এই বিতর্কে মুখ খুলে কুণালকে ক্ষমা চাইতে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস। তাঁর কথায়, “এর মধ্যে কোনও হাস্যরস নেই। কিন্তু নেতাদের অপমান করা সহ্য করা হবে না। আইনি পদক্ষেপ করা হবে।”

সোমবার ফড়নবিস বলেছেন, স্ট্যান্ড-আপ কমেডি করার স্বাধীনতা আছে, কিন্তু সে যা খুশি বলতে পারে না। মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, কে বিশ্বাসঘাতক। কুণাল কামরার ক্ষমা চাওয়া উচিত। এটা সহ্য করা হবে না। কমেডি করার অধিকার আছে, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে আমাদের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে অপমান করার জন্য এটি করা হয়, তাহলে তা ঠিক নয়। কুণাল কামরা রাহুল গান্ধীর দেখানো একই লাল সংবিধান বই পোস্ট করেছেন। তারা দুজনেই সংবিধান পড়েননি। সংবিধান আমাদের বাক স্বাধীনতা দেয়, কিন্তু এর সীমাবদ্ধতা রয়েছে। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের ভোট দিয়েছে এবং সমর্থন করেছে।

You might also like!