Breaking News

 

kolkata

11 months ago

Firecracker Recovered : বজবজের কারখানায় উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ বাজি, পুলিশের জালে মোট ৩৪

Firecracker Recovered (Symbolic Picture)
Firecracker Recovered (Symbolic Picture)

 

কলকাতা, ২২ মে : দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে বিপুল পরিমাণে অবৈধ বাজি উদ্ধার করল পুলিশ। প্রায় ২০ হাজার কেজিরও বেশি বাজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাজি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেআইনি বাজি উদ্ধারের ঘটনায় এলাকা থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। সেই ঘটনায় জয়শ্রী ঘাটি (৬৫) এবং পম্পা ঘাটি (১০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। রবিবার সন্ধ্যার বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে রবিবার রাত থেকেই মহেশতলা এবং বজবজ থানার পুলিশের যৌথ উদ্যোগে সমগ্র বাজিপাড়া জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। শুরু হয়েছে নিষিদ্ধ বাজি উদ্ধারের কাজ। নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকার বেশ কয়েকটি বন্ধ দোকানের দরজা ভেঙে পুলিশ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। রবিবারের বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

You might also like!