Country

7 hours ago

Shehzad Poonawalla: কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলতে শুরু করেছে,শেহজাদ পুনাওয়ালা

Shehzad Poonawalla
Shehzad Poonawalla

 

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : পহেলগামে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতার 'বিতর্কিত' মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলতে শুরু করেছে।

মঙ্গলবার বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "কংগ্রেস কেবল পাকিস্তানের ভাষায় বলছে না, বরং তাদের কর্মকাণ্ড, সংস্কৃতি, মূল্যবোধ এবং ঐতিহ্যও পাকিস্তানের মতোই দেখা যাচ্ছে। মণি শঙ্কর আইয়ার থেকে শুরু করে রবার্ট বঢরা, তারিক কররা থেকে শুরু করে সিদ্দারামাইয়া এবং বিজয় ওয়াদেত্তিওয়ার এই সকল নেতাই, কোনও না কোনওভাবে, পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছেন। কংগ্রেস দল মনে হচ্ছে পাকিস্তান এবং সন্ত্রাসী জিহাদিদের ভাষা বলতে শুরু করেছে।"

You might also like!