নয়াদিল্লি, ৩ মে : পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, ধুলোঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ৭ মে পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। আইএমডি জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়-সহ উত্তর-পশ্চিম ভারতে আগামী ৭ মে পর্যন্ত ধুলো ঝড় ও প্রবল হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-জানিয়েছে, ৫ মে পর্যন্ত হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকবে এবং ৬ ও ৭ মে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় নেমে আসবে। ধুলো ঝড়ের প্রেক্ষিতে সতর্ক করা হয়েছে। চলতি সপ্তাহ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই অঞ্চলে সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থেকে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।