Country

9 hours ago

Kashmir Attack: সন্ত্রাসী হামলার শঙ্কা! বন্ধ করা হল কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র

Kashmir Attack
Kashmir Attack

 

শ্রীনগর, ২৯ এপ্রিল : সন্ত্রাসী হামলার আশঙ্কায় কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল জম্মু ও কাশ্মীর সরকার। যে পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে সেগুলি হল - ইউসমার্গ, তুসমাইডান, দূদপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, কারিওয়ান চান্দিগাম, বাঙ্গুস উপত্যকা, উলার/ওয়াটলাব, রামপোরা এবং রাজপোরা, চেয়ারহার, মুন্ডিজ-হামাম-মারকুট জলপ্রপাত, সান টেম্পল।

এছাড়াও মারগানটপ, আকদ পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাবরেশি, রিংগাওয়ালি, গোগলদারা, বাদেরকোট, শ্রুঞ্জ জলপ্রপাত, কামানপোস্ট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, সাঙ্গারওয়ানি, জামিয়া মসজিদ, বাদামওয়ারি, রাজোরি কাদাল, আলি কাদাল, পাদশাপাল রিসোর্ট, ফকির গুজরি, দারা, আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং, মামনেথ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধ মঠ, দাচিগাম – বিয়ন্ড ট্রাউট ফার্ম / ফিশারিজ ফার্ম, আস্তানপোরা, বিশেষ করে কেয়াম গাহ রিসর্ট, লাছপাত্রি, হাং পার্ক এবং নারানাগ প্রভৃতি।

You might also like!