কলকাতা, ২৭ এপ্রিল : আনুষ্ঠানিকভাবে পহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এ বিষয়ে রবিবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বলেছেন, "কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে কাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, এনআইএ তদন্ত করবে নাকি অন্য কোনও কর্তৃপক্ষ তদন্ত করবে। এটা তাদের ব্যাপার। তদন্ত তাদেরই করতে দিন। তারা বলেছিল চার-পাঁচ দিন হয়ে গেছে। সময় নষ্ট হয়েছে। মানুষ ধৈর্য ধরে রেখেছে। ভারতীয় জনগণের ধৈর্য পরীক্ষা করবেন না।"