
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপার্কস্ট্রিট থেকে ধর্মতলাগামী লাইনে সমস্যা, শহরে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। শুক্রবার দুপুরে হঠাৎ-ই সিগ্ল্যালিং-এর সমস্যা দেখা দেয়। মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।
আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক এবং ময়দান থেকে কবিসুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে ।
আংশিক মেট্রো চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে যাত্রীদের। উল্লেখ্য, আগের সপ্তাহেই শহর যান্ত্রিক কারণে মেট্রো বিভ্রাটের সাক্ষী ছিল কলকাতা।
