kolkata

11 months ago

CNG Buses in Kolkata : দূষণ নিয়ন্ত্রণে কলকাতায় এবার নামছে ৬০টি সিএনজি পরিচালিত বাস!

WBTC CNG Bus (File Picture)
WBTC CNG Bus (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকার এবার দূষণ নিয়ন্ত্রণে জোর দিতে তৎপর। চালু করা হচ্ছে সিএনজি চালিত বাস। যার মূল লক্ষ্য কলকাতার দূষণ মাত্রা নিয়ন্ত্রণ। ডব্লুবিটিসি সিদ্ধান্ত নিয়েছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস চালিত নতুন এই বাস নামানোর। ন্যাচারাল গ্যাসের স্টেশন সংখ্যা বাড়লেও আগামী দিনে এই বাসের সংখ্যা আরও বাড়ানো হবে কলকাতায়।

মোট ৬০টি বাস কলকাতায় নামানো হবে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে। দূষণ নিয়ন্ত্রণ এবং যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে নতুন প্রযুক্তির এই বাস নামানোর পরিকল্পনা রাজ্যে পরিবহণ দফতরের। চলতি মাস থেকেই রাস্তায় এই ৬০ বাস নামানো হচ্ছে শহরের বিভিন্ন। প্রান্তে। আপাতত নন এসি বাস নামানো হচ্ছে। সেক্ষেত্রে ভাড়াও জন সাধারণের সাধ্যের মধ্যেই থাকবে বলে জানা যাচ্ছে।

You might also like!