দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ'বিশ্বকাপজয়ী'রা জয় দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করল ৷ বল হাতে উইকেটের পর উইকেট ৷ তেমনই ব্যাট হাতে ঝড় তুললেন মার্কাস স্টোয়ানিস ৷ বৃহস্পতিবার ব্যাট হাতে চার-ছক্কা হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নারও ৷ যার দরুণ ওমানকে 39 রানে উড়িয়ে মিচেল মার্স বাহিনী খাতা খুুলল ৷
গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছে ব্যাগি গ্রিন্সরা। এবার টি-20 বিশ্বকাপ জিতলে ঐতিহাসিক নজির তৈরি করবে অস্ট্রেলিয়া। তবে ওমান জিততে না-পারলেও তাঁদের লড়াই মন জিতেছে ক্রিকেটভক্তদের। অস্ট্রেলিয়ার মতো দলকে ওমানের বোলাররা যথেষ্ট টক্কর দিলেন ৷