Game

11 months ago

Irfan Pathan Safa Baig: প্রকাশ্যে ধরা দিলেন পাঠানের স্ত্রী!

Pathan's wife caught publicly!
Pathan's wife caught publicly!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পর্দার আড়াল থেকে বাইরে এলেন ইরফান পাঠানের স্ত্রী সাফা বেইগ। তবে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার কারণে সমগ্র দেশের কাছে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তিনি কখনই পর্দার বাইরে আসেন নি। এই কারনেই সমাজমাধ্যমে একাধিকবার বিদ্রুপের মুখে পড়তে হয় জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারকে। নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাফা বেইগের ছবি প্রকাশ্যে আনলেন ইরফান পাঠান। সঙ্গে ক্যাপশন দিয়ে লিখলেন, “বহুমুখী ভূমিকার নিয়ন্ত্রণে এক এক হৃদয় – মেজাজ ঠিক করা, হাস্যরস সৃষ্টিকারী, সমস্যার উদ্ভাবক, এবং আমার সন্তানদের সবসময়ের বন্ধু এবং মা। এই সুন্দর যাত্রায়, আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে পেয়ে আনন্দিত। শুভ অষ্টম (বিবাহবার্ষিকী) আমার ভালবাসা।”

সৌদি আরবের মডেল সাফা বেগ ২০১৬ সালেই ইরফান পাঠানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ইমরান এবং সুলেইমান তাঁদের দুই পুত্র সন্তান। বিখ্যাত মডেল সাফা বেইগ পরবর্তীতে নেইল আর্টিস্ট, জনসংযোগ এক কোম্পানির আধিকারিক এবং সাংবাদিক হিসাবেও কাজ করেছেন।

You might also like!