FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022: জাপানকে হারিয়ে চমক কোস্টারিকার, জার্মানির আশা এখনও অটূট

Costa Rica won against Japan today
Costa Rica won against Japan today

 

কাতারঃ স্পেনের বিরুদ্ধে গত ম্যাচে সাত গোলের বিদ্ধস্ততা কাটিয়ে অনবদ্য কামব্যাক কোস্টারিকার। ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে কোস্টারিকার হঠাৎ গোল। শেষ বাঁশি বাজা পর্যন্ত স্কোরলাইন একই রইল। জাপানকে ১-০ হারিয়ে গ্রুপ ই-র খেলা জমিয়ে দিল কোস্টারিকা। প্রথম ম্যাচ হেরে কোণঠাসা জার্মানি আজ মাঠে নামছে স্পেনের বিরুদ্ধে। জাপান জিতে গেলে মুলারদের চাপ দ্বিগুণ হয়ে যেত। কোস্টারিকার জয়ে জার্মানদের কাছে পরের রাউন্ডে যাওয়ার পথ খুলে গেল। কোস্টারিকার জয়ে গ্রুপ ই-র স্পেন, জাপান ও কোস্টারিকার পয়েন্ট ৩ করে। গ্রুপের অন্য ম্যাচে স্পেন ও জার্মানি আজ রাতে মুখোমুখি হবে। আশা ছিল বিধ্বস্ত কোস্টারিকার বিরুদ্ধে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়বে ব্লু সামুরাইরা। কিন্তু আহমেদ বিন আলি স্টেডিয়ামে তেমনটা অন্তত প্রথমার্ধে চোখে পড়ল না। প্রবল উৎসাহে স্টেডিয়ামে উপস্থিত জাপানির দর্শকরা প্রথমার্ধের খেলায় বেশ বিরক্ত হয়েছেন। দুই দলই কেউ কারও রক্ষণে সেভাবে ভয় ধরাতে পারেনি। গোলশূন্য অবস্থায় ম্যাড়ম্যাড়ে ভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর যেন মরিয়া হয়ে নামে জাপান। একের পর এর আক্রমণে কোস্টারিকার ডিফেন্সের পরীক্ষা নিতে শুরু করে ব্লু সামুরাইরা। এরই মধ্যে বেশ কয়েকবার গোলের সুযোগ আসে। কিন্তু কোস্টারিকার দূর্গ কেলর নাভাসকে অতিক্রম করতে পারেনি এশিয়ার দলটি। ৮১ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে হঠাৎ গোল পেয়ে যান কোস্টারিকার মিডফিল্ডার কেলর ফুলার। ম্যাচের বাকি সময়েও আক্রমণের ঝড় তোলে জাপান। তবে ভাগ্য সহায় হয়নি এশিয়ার দলটির। 

You might also like!