Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

FIFA World Cup 2022

3 years ago

Lionel Messi : অবসর নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন লিও

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ শুরু থেকেই মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল তার অবসর নিয়ে, বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বারংবার উঠে আসছিল বিশ্বকাপের পরই নিজের অবসর ঘোষনা করতে পারেন লিও মেসি। রবিবাসরীয় রাতে বিশ্ব কাপ হাতে নেওয়ার পরই এবার বৃদ্ধ রাজা তার খালোয়াড়ী জীবনের ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে দিলেন, তিনি তার শেষ বিশ্বকাপ খেললেও প্রিয় আর্জেন্টিনার জার্সি এখনই তুলে রাখছেন না লিয়োনেল মেসি। ফুটবলার হিসাবে তাঁর এক মাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ, সেই অধরা স্বপ্ন ও গতরাতে পূরণ হয়েছে তার।  তাঁর অবসর ঘিরে  সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন মেসি।  

দেশকে তৃতীয় বার বিশ্বকাপ দেওয়ার পর মেসি বলেছেন, “ট্রফি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ। ভাবতেই পারছি না। এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের হয়ে খেলা আমাদের কাছে গর্বের। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলব। তার পর অবসর নেব।” 

৩৫ বছরের মেসি দেশকে আগেই কোপা আমেরিকা এবং ফাইনাসিলিমা ট্রফি দিয়েছেন। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপও দিলেন। স্বভাবতই তিনি উচ্ছ্বসিত। মনে প্রাণে চেয়েছিলেন কাতারে থেকে বিশ্বকাপ ট্রফি দেশে নিয়ে যেতে। লক্ষ্য সফল হয়েছে। পূরণ হয়েছে তাঁর স্বপ্ন। বিশ্বকাপ জয়ের রাতেই মেসি জানিয়েছেন, ‘‘যে ভাবে ফুটবল জীবন শেষ করতে চেয়েছিলাম, সে ভাবেই শেষ করতে পারছি। এই একটা জিনিসই আমার ছিল না। আর কিচ্ছু চাই না আমার।’’

You might also like!