দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের সবথেকে রোমাঞ্চিত ফাইনাল ছিল ২০২২-র কাতার বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের প্রতি মুহুর্তে রঙবদল হয়েছে,গোটা বিশ্ব কাল আবেগে ভেসেছে। কাল রাতের ফ্রান্স-আর্জেন্টিনার দ্বৈরথ দেখে নরেন্দ্র মোদি ও নিজের আবেগ প্রকাশ করলেন-কাতার বিশ্বকাপের ফাইনালকে ফুটবলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ বলে অভিহিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর তিনি টুইট করে বিজয়ী দল আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে কুর্নিশ করেছেন ফ্রান্সের লড়াইকেও।
রবিবার রাত ১১.৪১ নাগাদ প্রধানমন্ত্রী টুইট করেন। তিনি লিখেছেন, ‘‘সবচেয়ে রোমাঞ্চকর ফুটবল ম্যাচগুলির মধ্যে অন্যতম হিসাবে এই ম্যাচটিকে মনে রেখে দেওয়া হবে। ফিফা আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা। গোটা টুর্নামেন্টে ওরা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা এবং মেসির অজস্র অনুরাগী আজ এই জয় উদ্যাপন করছেন।’’
ফাইনালে হেরে যাওয়া দলকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি অন্য একটি টুইটে লিখেছেন, ‘‘বিশ্বকাপে ফ্রান্সের লড়াইকে কুর্নিশ জানাই। তারাও নিজেদের দক্ষতায় ফুটবল ভক্তদের মুগ্ধ করেছেন।’’
দীর্ঘ দিন বাদে এমন রোমাঞ্চকর ফুটবল খেলায় আপ্লুত গোটা বিশ্ব , অগনিত ফুটবল প্রেমীরা কুর্নিশ জানাচ্ছেন দুই দলকেই।