দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফাইনালের শেষ প্রান্তে এসে ফরাসি সমর্থকদের মন খুশি করে দিল , এমবাপে। দু’মিনিটে দু’টি গোল করলেন তিনি। প্রথমে ফ্রান্সের আক্রমণের সময় বক্সের মধ্যে হাঁটু দিয়ে কোলো মুয়ানিকে মারেন ওটামেন্ডি। পেনাল্টি থেকে গোল করেন এমবাপের। পরের মুহূর্তেই আবার আক্রমণ করে ফ্রান্স। ডান দিক থেকে এমবাপেকে লম্বা বল বাড়িয়েছিলেন কোমান। হাঁবিয়ের সঙ্গে দ্রুত পাস খেলে মাটিতে পড়ে যেতে যেতে অনবদ্য শটে গোল করলেন।
এর সাথে সাথে ম্যাচে ফিরল ছন্নছাড়া ফ্রান্স। নিজেদের এলোমেলো খেলা কে অনেকটাই ট্রাকে আনলেন তরুন এমবাপে।