FIFA World Cup 2022

2 years ago

FIFA World Cup 2022 : কেবল মেসি-এমবাপে নয় রেকর্ড ভাঙল গুগলও

Not only Messi-Mbappe broke the record but also Google
Not only Messi-Mbappe broke the record but also Google

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ছিল বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল খেলা।খেলা জুড়ে গোতা বিশ্বের উত্তেজনার পারদ ছিল ঊর্ধমুখী, নির্ধারিত সময় পেরিয়ে খেলা গড়ায় অতিরিক্ত সময়, তাতেও নিষ্পত্তি হয়নি তখনও দু’পক্ষের স্কোর বোর্ড ৩-৩। শেষে পেনাল্টিতে জয় ছিনিয়ে নেন মেসি বাহিনী। 

ম্যাচ চলা কালীন ম্যাচের কেন্দের থাকা মেসি-এমবাপে ও ফিফা ওয়ার্ল্ডকাপ ছিল গুগুলের সার্চ ইঞ্জিনে, ১৮ ডিসেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা চলাকালীন যে পরিমাণে গুগল সার্চ হয়েছে, তা নাকি গত ২৫ বছরের ইতিহাসে কখনও হয়নি! গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই টুইটারে দিয়েছেন এই খবর। সোমবার সকালে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সার্চে যে পরিমাণ ভিড় জমেছিল, তা গত ২৫ বছরে কখনও হয়নি।’’ 

বরিবারের ম্যাচ নিয়ে যেপরিমান উন্মাদনা ছিল বিশ্ববাসীর মধ্যে তা দৃষ্টান্তমূলক, এ বিষয়ে উল্লেখ্য, রবিবার রাতে আরও একটি টুইট করে সুন্দর লিখেছিলেন, ‘‘ফুটবল সব খেলার সেরা। ফ্রান্স এবং আর্জেন্টিনা দু’দলই দারুণ খেলেছে, তবে এই বিশ্বকাপ নেওয়ার যোগ্যতা মেসির থেকে বেশি আর কারও নেই। কী অপূর্ব ওঁর এই শেষের গান।’’


You might also like!