FIFA World Cup 2022

2 years ago

FIFA World Cup 2022 : বিশ্বকাপে হারের পর বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ পুলিশের

People are angry in france after loss
People are angry in france after loss

 

প্যারিস, ১৯ ডিসেম্বর : ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর উত্তাল হল ফ্রান্স, রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালেন ফুটবল ভক্তরা। তাদের সামলাতে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে উত্তাল হয়ে ওঠে প্রায় গোটা দেশ।

আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন ফরাসিরা। ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেননি তাঁরা। এই হার মানতেই পারছেন না সমর্থকরা। রবিবার রাতে তাই প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখানো হয়। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারী ফুটবল ভক্তকে গ্রেফতার করা হয়েছে।


You might also like!