FIFA World Cup 2022

2 years ago

FIFA World Cup Final 2022 : বিশ্বজয় করলেন মেসি

FIFA World Cup Final Update
FIFA World Cup Final Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিঃসন্দেহে দারুন লড়াই দেখল আজ গোটা বিশ্ব। গোটা ম্যাচজুড়ে প্রতিটা মুহুর্তে ছিল  নাটক। প্রথমার্ধে লিয়োনেল মেসি ও আঙ্খেল দি মারিয়ার গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। তো নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। 

প্রথমার্ধ যদি লিয়োনেল মেসির হয়, তা হলে দ্বিতীয়ার্ধের ৭৮ থেকে ৮৫ মিনিটের মধ্যে খেলার ছবি বদলে দিলেন কিলিয়ান এমবাপে। প্রথম ৭০ মিনিট খেলায় দাপট দেখাল আর্জেন্টিনা। কিন্তু তার পরে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ‌ঁর দুটো পরিবর্তন খেলার রং বদলে দিল। কোম্যান ও কামাভিঙ্গা নামার পরে এমবাপে সেই খেলাটা খেললেন যেটা তিনি প্রথমার্ধে খেলতে পারেননি। ৯০ মিনিটের খেলা শেষ হল ২-২। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আবার গোল করলেন মেসি। কিন্তু তাতেও জয় আসেনি। তিন মিনিট বাকি থাকতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। শেষ পর্যন্ত খেলা গড়া টাইব্রেকারে। সেখানে বাজিমাত করলেন মেসিরা। 

প্রথমার্ধে তরুণ যুবরাজকে প্রতি পদে টেক্কা দিলেন বৃদ্ধ রাজা। বয়স হয়তো হয়েছে, কিন্তু ধার কমেনি। প্রথমার্ধে চোখজুড়ানো পাশ ও  দুরন্ত শটে গোল করে জাত চিনিয়ে দিলেন শেষ বেলার মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা যত গড়াল তত ম্যাচে দাপট দেখাতে শুরু করলেন এমবাপে। বয়সের ছাপ কোথায় হয়তো দেখা গেল মেসির খেলায়। বল ধরছিলেন। কিন্তু সে ভাবে আক্রমণ তৈরি করতে পারছিলেন না। অন্য দিকে এমবাপে নিজের পছন্দের জায়গায় খেলা শুরু করতেই ভয়ঙ্কর হয়ে উঠলেন। 

নির্ধারিত ও  অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে খেলা গড়ালে ফ্রান্সের একটি শট প্রতিরোধ করেন আর্জেন্টিনার গোল রক্ষক এবং  একটি শট মিস করে ফরাসি দল অন্যদিকে একটি শট বাকি থাকতেই কাপ জয় করে মেসি বাহিনী,  মার্টিনেজের শট গোলের ঠিকানা পেতtেই কাপ জয় করে মেসির আর্জেন্টিনা। 

You might also like!