দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মানুষ মনে রাখবে দীর্ঘদিন, সত্যিই ইতিহাস সৃষ্টি করার মতো ম্যাচ ছিল এবারের বিশ্বকাপ ফাইনাল। রবিবারের ম্যাচ দেখে আপ্লুত শাহরুখ খান। ম্যাচ শেষে মেসিকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছাবার্তা দিয়েছেন বলিউড বাদশা।
কাতারে পৌঁছেছিলেন আগেই। রবিবার ওয়েন রুনির সঙ্গে স্টুডিয়োতে বসে বিশ্বকাপ দেখছিলেন শাহরুখ। আগেই জানিয়েছিলেন, আর্জেন্টিনা রয়েছে তাঁর হৃদয়ে, তবে এমবাপের খেলাও দেখতে চান। তাঁর ইচ্ছেপূরণ হল।রুদ্ধশ্বাস ম্যাচ শেষে আপ্লুত শাহরুখ, লিখলেন, ‘‘আমরা সেই সময়ে বাস করছি যখন অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল হল।’’
আপ্লুত আবেগে নিমগ্ন বাদশা তার শৈশবের দিন মনে করে বলেন , মায়ের সঙ্গে বসে ছোট্ট একটি টেলিভিশন সেটে খেলা দেখতেন তখন। আর এখন? নায়কের কথায়, ‘‘...এখনও আমার ছেলেমেয়েদের সঙ্গে বসে খেলা দেখি যখন, সেই একই উত্তেজনা টের পাই।’’ এর পরই কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। মেসিকে ট্যাগ করে লেখেন, ‘‘ধন্যবাদ, আমাদের প্রতিভায় বিশ্বাসী করে তোলার জন্য। কঠোর পরিশ্রম করলে যে স্বপ্ন সফল হয়, তা আরও এক বার মনে করিয়ে দেওয়ার জন্য।’’
ফুটবলের ইতিহাসেও সেরা ফাইনাল ছিল গতকালই। গোটা ম্যাচ জুড়ে বার বার রঙ বদলেছে । প্রথমার্ধ মেসির হলে দ্বিতীয়ার্ধ ছিল এমবাপের। আক্রমন প্রতি আক্রমন ছিল দুদলের মধ্যেই, ওল আউট খেলেছে কাল দুই দলই , তবে শেষ হাসি হাসলেন লিও মেসি। স্বপ্নের সোনালি কাপ ছোঁয়ার স্বপ্ন পূরন হয় তার, এর পরই টুইটারে পোস্ট করেন শাহরুখ। ‘পাঠান’-এর প্রচারে এসে এ ভাবে খেলায় ডুবে যাবেন ভাবেননি। জয়ের আনন্দে কাতার থেকেই উচ্ছ্বাসের ছবি ভাগ করে নিয়েছেন অন্য বলি তারকারাও।