দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্ধারিত সময় পার করে অতিরিক্ত সময়ে খেলা গাড়াতেই দু'দল তাদের ঝাঁঝ আরো বাড়াতেই আক্রমন প্রতি আক্রমনে মাঠের উষ্ণতা ক্রমেই বাড়ছিল। ফরাসি বক্সে বল পেলেন লাউতারো মার্তিনেস শট নিলেন গোলপোস্ট লক্ষ্য করে কিন্তু সেই শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে গোলে ঢুকে গেল। বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল হয়ে গেল মেসির। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। যে ভাবে নির্ধারিত সময়ের শেষ দিকে গোলদু’টি করেছিল ফ্রান্স, তাতে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও শুরুতেই গোল করে ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল তাদের। সেটা না করে অহেতুক অপেক্ষা করার মাসুল হয়তো দিতে হতে পারে তাদের।
এর পর এমবাপের শট আটকাতে গিয়ে বক্সের মধ্যেই বল হাতে লাগালেন মন্তিয়েল। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দিলেন।অতিরিক্ত সময়ে পিছিয়ে গিয়েও সমতা ফেরাল ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করলেন এমবাপে। বিপক্ষ গোলকিপার এমিলিয়ানোর কিছু করার ছিল না।
অতিরিক্ত সময়ের খেলার পর ৩-৩ ফলাফল শেষ হল। পেনাল্টি শ্যুটে খেলা গড়াল।