Country

1 week ago

Loksabha Election 2024 : ইভিএম-এ হবে ভোট, ১০০ শতাংশ VVPAT যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের গুচ্ছ আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীনই এই আবেদনটি খারিজ হয়ে যায়। আবেদনে ভোটিং মেশিনে বোতাম টেপার সঙ্গে প্রতিটি ভোট যে সঠিক জায়গায় পড়েছে, তা যাচাই করার জন্য ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটে বেরনো টুকরো কাগজ পরীক্ষার দাবি তোলা হয়েছিল। কিন্তু, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত দুজনেই এ বিষয়ে একমত হন।

মূল আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) আর্জি ছিল, নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে নিশ্চিত হওয়া ভোটারদের মৌলিক অধিকার। অর্থাৎ, তিনি কাকে ভোট দিচ্ছেন, তাঁর প্রদত্ত ভোটটি সঠিক জায়গায় পড়ল কিনা তা জানাটা ভোটারের অধিকারের মধ্যে পড়ে। এডিআর বলেছিল, দেশের ৯৭ কোটি নথিভুক্ত ভোটারের অধিকার রয়েছে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার বিষয়ে। তা ইভিএম কিংবা ব্যালট যাতেই হোক না কেন।

এ বিষয়ে বিচারপতি দত্ত বলেন, অবশ্যই একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ প্রয়োজন। কিন্তু, অন্ধভাবে কোনও ব্যবস্থার প্রতি সন্দেহপোষণ ঠিক নয়। তা সে বিচারবিভাগ হোক কিংবা আইনসভা, গণতন্ত্রের অর্থ সার্বিক সংহতি এবং সমস্ত স্তম্ভের প্রতি আস্থা রাখা।

একইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দুটি নির্দেশিকা দিয়েছে। ইভিএমে প্রতীক আপলোড করার পর তা যেন একেবারে সিলড এবং নিরাপদ থাকে মেশিনে। প্রার্থী এবং তাঁদের প্রতিনিধিরা ওই সিলে স্বাক্ষর করতে পারেন। সিলড মেশিনটি ফলপ্রকাশের ৪৫ দিন পর্যন্ত স্টোররুমে রাখতে হবে।


You might also like!