Country

1 week ago

K L sharma: কংগ্রেস অফিসে হামলার নিন্দায় মুখর কে এল শর্মা, বললেন এটা আমেঠির সংস্কৃতি নয়

Condemning the attack on the Congress office
Condemning the attack on the Congress office

 

আমেঠি, ৬ মে: উত্তর প্রদেশের আমেঠিতে কংগ্রেস কার্যালয়ে হামলার তীব্র নিন্দা করলেন আমেঠি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী কে এল শর্মা। সোমবার ক্ষোভ প্রকাশ করে কে এল শর্মা বলেছেন, এটা আমেঠির সংস্কৃতি নয়। তিনি আরও বলেছেন, "এখানে বেশ কিছু গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। তবে এমন ঘটনা আমরা এই প্রথমবার দেখছি।"

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে আমেঠির গৌরীগঞ্জে অবস্থিত কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। হামলা চালানোর পরই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এ প্রসঙ্গে আমেঠির কংগ্রেস প্রার্থী কে এল শর্মা বলেছেন, "কারা এমন ধরনের মানুষ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমন সংস্কৃতির জন্ম দিচ্ছে? আমরা এসবে ভয় পাব না। আমি অসমেও গিয়েছি, যেখানে পরিস্থিতি আরও খারাপ ছিল। তবে আমার মনে হয় এতে তাঁদের ক্ষতি হবে। এটা আমেঠির সংস্কৃতি নয়, মানুষ এতে অভ্যস্ত নয়।"

You might also like!