Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

West Bengal

1 year ago

Howrah: হাওড়া স্টেশনে ট্রেন ছাড়তে বিলম্ব কেন? জবাবদিহি রেলের

Howrah Local Train (File Picture)
Howrah Local Train (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়া (Howrah Station) স্টেশনের প্ল‌্যাটফর্মের সংখ‌্যা তুলনামূলক ভাবে কম। সেই কারণেই অতিরিক্ত দেরি করে চলছে ট্রেন। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দক্ষিণ পূর্ব রেলের ট্রেনগুলোতে। দিঘা-হাওড়া লিঙ্ক ট্রেন বুধবার দু’ঘণ্টা দেরি করে আসে। সেই কারণে আপ ও ডাউনে কাণ্ডারী এক্সপ্রেস দু’টি ট্রেনই দু’ঘণ্টা দেরিতে চলে বুধবার।

ফলে মাঝরাতে হাওড়া এসে চরম অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা। এনেকেই বাধ‌্য হয়ে রাত কাটান স্টেশনে। একই দিনে সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল, শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস, বারবিল জনশতাব্দী, হাওড়া পুনে, এগমোর স্পেশাল, হাওড়া-সিএসএমটি মেল সবই দেরি করে ছাড়ে। এই সমস‌্যা ধারাবাহিকভাবে চলছে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলে।

দক্ষিণ পূর্ব রেল অবশ‌্য এই বিলম্বের কারন হিসেবে হাওড়ার প্ল‌্যাটফর্মের সংখ‌্যা তুলনামূলকভাবে কম থাকার কথা বলেছে। ওই রেলের সিপিআরও আদিত‌্য চৌধুরি বলেন, “ট্রেনের তুলনায় প্ল‌্যাটফর্মের সংখ‌্যা কম। ফলে প্লাটফর্মের ট্রেন না ছেড়ে গেলে সেখানে অন‌্য ট্রেন প্লেস করা যায় না। আর এই কারণ একের পর এক ট্রেনের যে ধারাবাহিকতা থাকে তা নষ্ট হয়ে যায়। ফলে তার কুপ্রভাব পড়ে এভাবেই। বিলম্বের তালিকায় একে একে চলে য়ায় ট্রেনগুলি।”

You might also like!