Country

1 week ago

PM Narendra Modi: ৪ জুন বিজেডি সরকারের মেয়াদ শেষ হচ্ছে : প্রধানমন্ত্রী

BJD government term ends on June 4: PM
BJD government term ends on June 4: PM

 

বেরহামপুর, ৬ মে: আগামী ৪ জুন ওডিশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ হচ্ছে। একপ্রকার দাবি করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "ওডিশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ ৪ জুন। ৬ জুন বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী নির্ধারণ করা হবে। ১০ জুন ভুবনেশ্বরে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে এসেছি।" প্রধানমন্ত্রী মোদী সোমবার ওডিশার বেরহামপুরের এক নির্বাচনী জনসভা থেকে বিজু জনতা দলের তীব্র সমালোচনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ওডিশায় ৫০ বছর ধরে কংগ্রেস এবং প্রায় ২৫ বছর ধরে বিজেডি ক্ষমতায়। কিন্তু কী হয়েছে, তা সবাই দেখেছে! ওডিশায় উর্বর জমি, খনিজ সম্পদ, সমুদ্র উপকূল, বেরহামপুরের মতো একটি বাণিজ্য কেন্দ্র, সংস্কৃতি, ঐতিহ্য এবং কী নেই...তবুও, এই ''ধনী'' ওডিশার জনতা গরীবই থেকে গেল...এই পাপের জন্য দায়ী কে? উত্তর হল কংগ্রেস ও বিজেডি!"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের জন্য ওডিশাকে ১০ হাজার কোটি টাকা দিয়েছে। এখানকার সরকার সেই টাকা ঠিকমতো খরচ করতে পারেনি। গ্রামে রাস্তা তৈরির জন্য মোদী টাকা পাঠালেও গ্রামের রাস্তার অবস্থা খারাপ। মোদী দিল্লি থেকে বিনামূল্যে চালের জন্য টাকা পাঠান, কিন্তু বিজেডি সরকার এই স্কিমেও নিজেদের ছবি সাঁটিয়েছে।" মোদী বলেছেন, "৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার গ্যারান্টি দিয়েছে মোদী। সমগ্র দেশে ৬ কোটিরও বেশি মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ওডিশা এই উদ্যোগ থেকে উপকৃত হয়নি, কারণ বিজেডি সরকার আয়ুষ্মান ভারত যোজনাকে ওডিশায় বাস্তবায়িত হতে দেয়নি।"

You might also like!