Country

1 week ago

Election 2024:মে তৃতীয় দফার ভোট, বঙ্গের ৪-সহ দেশের ৯৩টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ

Election 2024
Election 2024

 

নয়াদিল্লি, ৬ মে : লোকসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, মঙ্গলবার (৭ মে) লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় আসন-সহ মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ৪টি ছাড়াও অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তিসগড়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাটের ২৬টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৮টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তর প্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলির দু'টি ও জম্মু ও কাশ্মীরের একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় ভাগ্যপরীক্ষা ১,৩৫১ জন প্রার্থীর, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, ডিম্পল যাদব, সুপ্রিয়া সুলে প্রমুখ।

দেশের যে যে আসনে ৭ মে ভোট

১. অসম : (ধুবড়ি, কোকরাঝাড়, বরপেটা ও গুয়াহাটি)

২. বিহার : (ঝাঁঝরপুর, সুপল, আরারিয়া, মাধেপুরা, খাগরিয়া)

৩. ছত্তিশগড় : (সরগুজা, রায়গড়, জাঞ্জগীর-চাঁপা, কোরবা, বিলাসপুর, দুর্গ, রায়পুর)

৪. গোয়া : (উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া)

৫. গুজরাট : (কচ্ছ, বনাসকাঁথা, পাটন, মহেসানা, সবরকাঁথা, গান্ধীনগর, আহমেদাবাদ পূর্ব, আহমেদাবাদ পশ্চিম, সুরেন্দ্রনগর, রাজকোট, পোরবন্দর, জামনগর, জুনাগড়, আমরেলি, ভাবনগর, আনন্দ, খেদা, পঞ্চমহল, দাহোদ, ভাদোদরা, ছোট উদয়পুর, ভারুচ, বারদোলী, সুরাট নবসারী, ভালসাদ)

৬. কর্ণাটক : (চিক্কোদি, বেলগাঁও, বাগলকোট, বিজাপুর, গুলবার্গা, রায়চুর, বিদার, কপাল, বেল্লারি, হাভেরি, ধারওয়াড়, উত্তর কন্নড়, দাভাঙ্গেরে

শিমোগা)

৭. মধ্যপ্রদেশ : (ভিন্ড, ভোপাল, গুনা, গোয়ালিয়র, মোরেনা, রাজগড়, সাগর, বিদিশা,)

৮. মহারাষ্ট্র : (বারামতি, রায়গড়, ওসমানবাদ, লাতুর (এসসি), সোলাপুর (এসসি), মাধা, সাংলি, সাতারা, রত্নাগিরি-সিন্ধুদুর্গ, কোলহাপুর, হাটকানংলে)

৯. উত্তর প্রদেশ : (সম্বল, হাথরাস, আগ্রা (এসসি), ফতেহপুর সিক্রি, ফিরোজাবাদ, মইনপুরী, এটায়াহ, বদায়ু, আওনলা ও বরেলি)

১০. পশ্চিমবঙ্গ : (মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ)

১১. দাদরা ও নগর হাভেলি/দমন ও দিউ : (দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউ)

১২. জম্মু ও কাশ্মীর (অনন্তনাগ-রাজৌরি)

পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট

জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৭ মে। লোকসভার নির্বাচনের তৃতীয় দফায় ভোট হতে চলেছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ,জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। মোট ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন ওই দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ৩৭ লক্ষ ২৫ হাজার ১০২। মহিলা সংখ্যা ৩৬ লক্ষ ১২ হাজার ৩৯৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫৭। এই দফার মোট ভোটারের মধ্যে ৮৫ বছরের উর্ধ্বে রয়েছেন ৩৪ হাজার ৫৫৩ জন। ১৮ থেকে ১৯ বছরের মধ্যে নতুন ভোটার রয়েছেন ১ লক্ষ ৫৭ হাজার হাজার ৭৩৬। এই পর্বে বুথ রয়েছে ৭ হাজার ৩৬০। তার মধ্যে মহিলাপরিচালিত বুথের সংখ্যা ২২৭।


You might also like!