Tripura

6 months ago

পূর্ব শত্রুতার জের! বামুটিয়ায় এক ব্যক্তির ফলন্ত শশা ক্ষেত নষ্ট করে দিল মহাকরণের বিদ্যুৎ কর্মী

cucumber field (symbolic picture)
cucumber field (symbolic picture)

 

আগরতলা, ১১ মে ঃ পূর্ব শত্রুতার জেরে রায়চাঁদ সরকার নামের এক ব্যক্তির শশা ক্ষেত কেটে নষ্ট করার পাশাপাশি সোলার পাম্প ভেঙে দিয়েছে অভিজিৎ সরকার নামের মহাকরণে কর্মরত চুক্তিবদ্ধ বিদ্যুৎ কর্মী। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় শুক্রবার রাতের। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষক রায়চাঁদ সরকারের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে জিবি বাজার পুলিশ ফাঁড়ির অন্তর্গত ইন্দ্রনগর এলাকার অভিজিৎ সরকার নামে এক যুবক গতকাল গভীর রাতে রায়চাঁদ সরকারের আধা কানি ফলন্ত শশা গাছ কেটে দেয়। ভেঙে দেয় সোলার পাম্পও। রাতের আধারে অভিজিৎ সরকার তার হেলমেট ফেলে যায় রায়চাঁদ এর পরিবারের ধাওয়া খেয়ে।

এ বিষয়ে অভিজিৎ সরকারের বিরুদ্ধে বামুটিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত কৃষক রায় চাঁদ সরকার। জানা যায় অভিজিৎ সরকার মহাকরণে বিদ্যুৎ কর্মী হিসাবে কাজ করেন। সেই সুবাদে নাকি তাকে কেও কিছু করতে পারবে না কারণ তার সঙ্গে নাকি অনেক বড় বড় অফিসার, পুলিশ কর্মীদের উঠা বসা। তবে ক্ষতিগ্রস্ত কৃষক এই ঘটনার জন্য অভিজিৎ সরকারের উপযুক্ত শাস্তি দাবী করেছেন।

You might also like!