West Bengal

2 weeks ago

Siliguri:বিজেপির ডাকা বনধে মাটিগাড়ায় বন্ধ দোকানপাট, হামলার ঘটনায় ধৃত দুই

Post-poll violence in Matigara, Siliguri
Post-poll violence in Matigara, Siliguri

 

শিলিগুড়ি, ২৯ এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় অশান্তি শিলিগুড়ির মাটিগাড়াতে। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও ভোট পরবর্তী হিংসায় রক্ত ঝরল মাটিগাড়ার খোলাইবকতরি এলাকায়। রবিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় বিজেপির বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ আরও কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে। এই ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা সহ কমপক্ষে ১০ জন। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এরই প্রতিবাদে মাটিগাড়ায় ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মাটিগাড়া থানা ঘেরাও করে বিজেপি।

সোমবার সকালে মাটিগাড়ায় বিভিন্ন দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। বেলা বাড়তেই মাটিগাড়ায় বনধ সফল করতে পথে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বালাসন ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিজেপি। ফলে জাতীয় সড়কের দুদিকে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। ব্যপক যানজট তৈরি হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই অবরোধ।

বিজেপির ডাকা বনধে সাড়া পড়েছে মাটিগাড়া বাজার এলাকায়। সিংহভাগ দোকান বন্ধ থাকলেও যানচলাচল একপ্রকার স্বাভাবিক ছিল। যে কোনও প্রকার অশান্তি এড়াতে মাটিগাড়া এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। গতকাল রাতে বিজেপি নেতা কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। বিজেপি নেতা মিঠুন প্রামাণিক বলেছেন, "সমগ্র মাটিগাড়া এলাকায় বনধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর, তাঁর পরিবার এবং আরও কয়েকজন দলীয় কর্মী 'জয় শ্রী রাম' বলার জন্য তাঁদের ওপর আক্রমণ করা হয়েছিল। তাই আমরা বনধের ডাক দিয়েছি। গতকাল প্রায় ১৫ জন বিজেপি কর্মী আহত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্মীদের ওপর হামলার পর আমরা থানায় ঘেরাও করেছিলাম।"


You might also like!