Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Chhattisgarh Flood: ছত্তিশগড় রাজ্যের গড় বৃষ্টিপাতের পরিমান নিয়ে বন্যা নিয়ন্ত্রণ দফতর পেশ করলো রিপোর্ট

Chhattisgarh Flood
Chhattisgarh Flood

 

রায়পুর, ২৯ আগস্ট : ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমান কত , তা নিয়ে শুক্রবার রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ দফতর একটি তথ্য পেশ করলো। এই বন্যা নিয়ন্ত্রণ দফতরটি মূলত রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগের অন্তর্গত। প্রকাশিত তথ্য অনুযায়ী , রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলরামপুরে , বৃষ্টিপাতের পরিমান ১২৫৬.৮ মিমি। সর্বনিম্ন বৃষ্টি হয়েছে বেমেতারা জেলায় , মোট বৃষ্টিপাতের পরিমান ৪২৯.৮ মিমি।

এছাড়াও , রায়পুর জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ৭৩৪.২ মিমি, বালোদাবাজারে ৬১২.৫ মিমি, গড়িয়াবন্দে ৭২৭.২ মিমি, মহাসমুন্দে ৬৪৫.৪ মিমি এবং ধামতারিতে ৭৭৭.১ মিমি। বিলাসপুর জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ৮৩১.০ মিমি, মুঙ্গেলিতে ৮১৪.০ মিমি, রায়গড়ে ১০১৯.৭ মিমি, সারানগড়-বিলাইগড়ে ৭০০.৯ মিমি, জাঞ্জগির-চাম্পায় ১০১৪.৩ মিমি এবং গৌরেলা-পেন্দ্রা-মারওয়াহিতে ৮৪৩.৫ মিমি। দুর্গ জেলায় ৭১২.৫ মিমি, কবিরধামে ৬০৯.৪ মিমি, রাজনন্দগাঁও- এ ৭৮৩.৩ মিমি, মোহলা-মনপুর-আম্বাগড় চৌকিতে ১০৮৯.১ মিমি, খয়রাগড়-চুইখাদান-গান্দাই - এ ৬৫২.৯ মিমি।

সুরগুজা জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ৬১৮.৪ মিমি, সুরাজপুরে ৯৫৩.৩ মিমি, যশপুরে ৮৬১.৩ মিমি, কোরিয়ায় ৯৮১.৮ মিমি এবং মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরে ৮৭৬.০ মিমি । বস্তার জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ১২৪৭.৩ মিমি, কোন্ডাগাঁওতে ৮০১.১ মিমি, কাঙ্কেরে ১০১১.৮ মিমি, নারায়ণপুরে ১০৮৫.৭ মিমি, দান্তেওয়াড়ায় ১১৮৫.১ মিমি, সুকমায় ৯৩২.৯ মিমি এবং বিজায় ৭৩১ মিমি।

You might also like!