কলকাতা, ৩০ আগস্ট : বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা-প্রযোজক অঙ্কুশ হাজরাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে ছিলেন অভিনেতা। তাই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। উল্লেখ্য, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতাও। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা। সম্ভবত সেই মামলাতেই অঙ্কুশকে সমন ইডি-র। শোনা যাচ্ছে এমনটাই।