মালদা, ২৯ আগস্ট : বৃহস্পতিবার গভীর রাতে মালদার চাঁচলের আশ্রমপাড়ায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । এই ঘটনায় প্রায় সাতজন আহত হয়েছেন। পুলিশ পাঁচজনকে আটক করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য সুমিত সরকারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুরনো কোনও বিবাদের জেরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিজেপি উত্তর মালদা সংগঠনের সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানিয়েছেন যে, কী নিয়ে এই ঘটনা তা তদন্ত করছে দল। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।