Country

1 week ago

India Sri Lanka Ferry Service:ভারত-শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা ফের শুরু হতে চলেছে

India Sri Lanka Ferry Service
India Sri Lanka Ferry Service

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শ্রীলঙ্কার উত্তর অংশের জাফনা জেলার কাঙ্কেসান্থুরাই (কেকেএস) শহরতলির সঙ্গে ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনামের মধ্যে যাত্রীবাহী ফেরি পরিষেবা আগামী 13 মে থেকে পুনরায় চালু হতে চলেছে ৷ সোমবার ভারতীয় হাই কমিশনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ প্রায় 40 বছর বন্ধ থাকার পর এই পরিষেবা গত বছর অক্টোবরে শুরু হয় ৷ সম্প্রতি এই পরিষেবা খারাপ আবহাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয় ৷

সোমবার এই নিয়ে ভারতীয় হাই কমিশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়৷ সেই বিবৃতিতে এই ফেরি পরিষেবা পুনরায় শুরু করার বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ এই পরিষেবায় 111 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে ৷ একটি বেসরকারি সংস্থাকে এই পরিষেবা দেওয়ার জন্য বেছে নেওয়া হয় ৷ ওই সংস্থাকে বেছে নেওয়ার কাজ করেছিল ভারতের শিপিং কর্পোরেশন ৷ তবে পুরোটাই হয়েছে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ৷

ভারতীয় হাই কমিশনের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, 2023 সালের জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি ৷ সেই সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য ভিশন ডকুমেন্ট যৌথভাবে গৃহীত হয় ৷ সেখানেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সামুদ্রিক সংযোগ জোরদার করার বিষয়টি ছিল ৷ সেই কারণেই ওই ফেরি সার্ভিস আবার চালু করা হয় ৷ তছাড়া এর নেপথ্যে ভারত সরকারের জনগণ-কেন্দ্রিক নীতিও অন্যতম কারণ ৷

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে ভবিষ্য়তে শ্রীলঙ্কার সঙ্গে ভারত বৈদ্যুতিক গ্রিডের সংযোগ স্থাপন করার পরিকল্পনা করেছে ৷ এছাড়াও দ্বিমুখী বহুব্যবহারিক পাইপলাই, স্থল সংযোগের অর্থনৈতিক করিডর তৈরির পরিকল্পনাও করেছে ভারত ৷ এছাড়া শ্রীলঙ্কার উত্তর অংশের কাঙ্কেসান্থুরাই বন্দর নতুন করে গড়ে তোলার প্রকল্পে ভারত 63.65 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ৷ শ্রীলঙ্কার অর্থনৈতির পরিস্থিতি দ্রুত ভালো করার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে ৷


You might also like!