kolkata

1 week ago

West Bengal Weather Update:৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী,লণ্ডভণ্ড হতে পারে বাংলার ৮ জেলা

West Bengal Weather Update
West Bengal Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতাপপ্রবাহের দীর্ঘ ‘স্পেলের’ পর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অপেক্ষার অবসান হতে চলেছে সোমবার। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সোমবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ওই জেলাগুলিতে। আপাতত সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লণ্ডভণ্ড করতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এই আট জেলার বিস্তীর্ণ অঞ্চল। সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস‌্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস।

রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ‌্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। কাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। কলকাতায় কালবৈশাখী না থাকলেও তার প্রভাব পড়বে। সোমবার মহানগরে কলকাতায় বজ্রবিদু‌্যৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়োহাওয়া বইবে।

তীব্র দহনজ্বালায় পুড়ছে রাজ‌্যবাসী। প্রায় এক মাস ধরে টানা তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। এদিনও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব‌্যাহত ছিল। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার বদল দেখা যায়। সন্ধে‌র পর উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। তাপমাত্রাও তুলনামূলক কম ছিল। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার শহরে পারদ ছিল৩৭.২ ডিগ্রি। দক্ষিণের কিছু জেলায় পারদ সামান‌্য কম ছিল। পশ্চিমি জেলাগুলিতে অবশ‌্য তাপমাত্রা এদিন ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে ছিল। কলাইকুণ্ডা,পানাগড়, আসানসোল ও সিউড়িতে তীব্র তাপপ্রবাহ চলে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তার জেরে কিছুদিন তাপমাত্রা কম থাকবে।


You might also like!